সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে সাত শহীদের মাজারে দু’জেলার স্বজনদের শ্রদ্ধাঞ্জলী নিবেদন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৩৮২ বার

অনিমেশ দাস,সুনামগঞ্জ প্রতিনিধি::
৭১’র স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজরিত নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুরে পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে নিহত লেংগুরার ফুলবাড়িয়ায় শায়িত সাত শহীদের মাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা সম্মিলিত ভাবে বীর শহীদগণের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলেন।’ভারত -বাংলাদেশের জিরো লাইন ঘেষা মেঘালয় পাহাড় আর গণেশ্বরী সীমান্তনদীর পশ্চিম তীরে সারিসারি সবজ গাছের ছায়ায় লেংগুরার ফুলবাড়িয়ায় শায়িত সাত শহীদের মাজারে মহান স্বাধীননতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সোমবার বেলা ১২টার দিকে যুগান্তরের তাহিরপুরের ষ্টাফ রিপোর্টার পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটর উপ-পরিচালক হাবিব সরোয়ার আজাদ ও কলমাকান্দা প্রতিনিধি প্রান্ত সাহা বিভাসের উদ্যোগে স্বজনরা সম্মিলিতভাবে বীর শহীদগণের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল বীর শহীদগণের আত্বার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করেন।’পরবর্তীতে ৭১’এ আত্বত্যাগী দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদগণের ত্যাগের আলোকে সাত শহীদের মাজার প্রাঙ্গনে সকল স্বজরা জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার শপথ গ্রহন করেন।’
এ সময় সুনামগঞ্জের তাহিরপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি সাইফুল ইসলাম সোহেল,সাংগঠনিক সম্পাদক ডা. মিলাদুর রহমান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছয়ফুল আলম বাবুল, স্বজন ও সাংবাদিক রাহাদ হাসান মুন্না, স্বজন আনাম রেমা, তারেক আল মামুন, হৃদয় আহমেদ,হানিফ, যুগান্তর স্বজন সমাবেশ কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি প্রভাষক প্রণয় কুমার তালুকদার, সহ-সভাপতি জিএম শামসুর রহমান,সাধারন সম্পাদক প্রশান্ত কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মামুন, স্বজন প্রভাষক সুমন, এমদাদুল ঘশ ,ডা. অলক সিংহ তালুকদার, রাজন সাহা উপস্থিত ছিলেন।’ এছাড়াও একই সময় স্বজনদের সাথে একাত্বতা পোষণ করে বীর শহীদগণের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও শপথ গ্রহন করেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উওরগাঁও কান্দিয়া একতা সমাজ কল্যাণ সংঘের সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ