স্টাফ রিপোর্টার:: মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ১৭-২৩ জুলাই ২০১৯ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্নাঢ্য র্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহর সভাপতিত্বে সহকারি মৎস্য কর্মকর্তা লিয়াকত আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো:জাহিদুল ইসলাম,প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি সৈয়দা শমসাদ বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অশোক কুমার দাশ, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, থানার এস আই জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, রাসেল আহমদ প্রমুখ।