বিশেষ প্রতিনিধি :
মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে আজ সোমবার দক্ষিন সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাবনত চিত্তে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের স্মরণ করেন। প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদগণ,মুক্তিযোদ্ধা সংসদ,ওসি,থানা স্টাফ,প্রেসক্লাব,আওয়ামী লীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ,উপজেলার দলিল লেখক সমিতি,উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠী,সামাজিক সংগঠন,ডুংরিয়া সুরমা যুব সংঘ,তেঘরিয়া যুব উন্নয়ন সংঘ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সেই সাথে শহীদের প্রতি বিশেষ মোনাজাত করা হয়। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম।সকাল ৮ টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে দক্ষিন সুনামগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন করেন ইউএনও হারুন অর রশিদ,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,ওসি ইখতিয়ার উদ্দিন,পরে উপজেলা শেখ রাসেল স্টেডিয়ামে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ,তিনি বক্তব্যের শুরুতে স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধাভরে স্মরন করেন। তিনি বলেন,আজকে এই স্বাধীনতা দিবসে আমাদেরকে শপথ নিতে হবে দেশের উন্নয়নে কাজ করা,ও সব বিচ্ছেদ ভুলে,হিংসা না করে উন্নয়নের সাথে থাকতে হবে,এক সাথে থাকার জন্য, তিনি আরও বলেন বর্তমান সরকার উন্নয়নের সরকার,তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এক সাথে দেশের উন্নয়নে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ওসি ইখতিয়ার উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী তহুর আলী,সাধারণ সম্পাদক আতাউর রহমান,তেরাব আলি,জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ মিয়া,আওমায়ীলীগ নেতা রাজা মিয়া,দিলিপ দাশ,এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হুসাইন,যুবলীগ সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন,সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন,মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান,জেলা যুবলীগের সদস্য মাসুক মিয়া,দক্ষিন সুনামগঞ্জ দূর্নীতি দমন কমিশনের সদস্য নুর হুসেন,আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম,কৃষকলীগের নেতা গনি ভান্ডারী,মাজহারুল ইসলাম,উলামালীগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম,ছাত্রলীগ সভাপতি,রয়েল আহমেদ,সাধারন সম্পাদক ইমরান হুসেন,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন,উপস্থিত ছিলেন দক্ষিন সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ও সাংবাদিক বৃন্দ,জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,আলোচনা শেষে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরবর্তী সন্ধায় উপজেলা প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়,এতে গান পরিবেশন করেন অনেক স্থানীয় ও অতিথি শিল্পীবৃন্দ।