নিজস্ব প্রতিবেদক :
মাথা পাগলী সাজনার কোলে ধবদবে সাধা একটি কন্যা সন্তান। আজ চার দিন অতিবাহিত হলে ও এই কন্যা সন্তানের বাবার পরিচয় মেলেনি। কন্যা সন্তানকে বুকে জড়িয়ে বসে আছে পাগলী সাজনা বেগম। কিন্তু কে তার বাবা এখনও সে বলতে পারছে না। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আনুমানিক গত রবিবার সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে।
এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে এই হৃদয় বিদারক ঘটনা নিয়ে স্হানীয় ব্যবসায়ীরা মুখ খুলছেন না। বাজারে শতশত ব্যবসায়ীরা থাকলে ও কেউ নিয়ে কথা বলতে রাজী নয়। সুত্র জানায,পাগলী পাথারিয়া সুরমা হাইস্কুলের পাশে সে বেশির ভাগ রাত্রিযাপন করতো। বাজারে ভাটি থেকে আসা বেজ সম্প্রদায়ের ছায়ারুন বেগম নামের এক মহিলা জানান,পাগলী সাজনা বেগমকে ইদানীং দেখতে পাচ্ছি সে গর্ভবতী অবস্হতায় বাজারে ঘূরাঘুরী করছে,আমি তাহাকে কয়েক দিন যাবত সেবা যন্ত করছি। গত বুধবার সে আমার কুড়ের ঘরের পাশে এসে বেধনায় ভূগার পর তার একটি কন্যা সন্তান জন্ম নেয়। এ যাবত সে আমার ঘরে আছে। কিন্তু কে তার বাবা সে বলতে পারছে না। এ ব্যাপারে পাথারিয়া বাজারে সভাপতি আলী নেওয়াজকে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান,এই পাগলী আমাদের বাজারেই থাকে,আমি ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব ও ইউনও মহোদয়কে উক্ত বিষয়টি অবহিত করেছি।