শহিদ মিয়া,নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাইকাপন পশ্চিমপাড়ার গ্রামের সাধারণ কৃষক আবদুল গফুর আর বুরহান উদ্দিন উদ্দিন। স্ত্রী সন্তান আর অসহায়ত্বকে সাথে নিয়ে নদীর পাড়ে এসে ঘর বাধেন ৮ বছর হবে। চলাচলের জন্য রাস্তাঘাট কিছুই নেই তার। ‘বর্ষায় নাও আর হেমন্তে পাও’ নীতিতে তিনি চলছেন আট বছর। গতবছর তার চোখের সামনে বাড়ির উপর দিয়ে নদীর পানি উপচে হাওর তলিয়ে গেছে। সেই সাথে তলিয়ে গেছে তাদের শত স্বপ্নও। আর তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বাঁধের কাজ করানোর জন্য বর্তমান সরকার ১৭৭ কোটি টাকার বেরিবাঁধের কাজের অনুমোদন দেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। কিন্তু হিসেব পাওয়া গেছে ১২৪ কোটি টাকার। মন্দের ভালো অবস্থায় জেলার প্রায় ৮০টি বাঁধের কাজ হয়েছে বা হচ্ছে। দক্ষিণ সুনামগঞ্জে কাজ হচ্ছে ২০টি বেরিবাঁধের। এমনই একটি বেরিবাঁধ চলে গেছে কৃষক শফি মিয়ার বাড়ির সামনে দিয়ে। অনুপার্জিত আয়ের মতো তাদের একটি বড় আয় হয়ে গেলো। এখন তারা স্বপ্ন দেখছে এ বাঁধের উপর দিয়ে একদিন পাঁকা রাস্তা হবে। বড় না হোক ছোট ছোট যান চলবে। এ স্বপ্ন যে শুধু কৃষক আবদুল গফুর আর বুরহান উদ্দিনে একার তা কিন্তু নয়,এ স্বপ্ন এখন দেখার হাওর পাড়ের আসামপুর গ্রামের কৃষক ফরিদ মিয়া ও সাদিকুর রহমান মাসুমদেরও। এ স্বপ্ন এখন কাদিপুরের পূর্ব বীরগাঁওয়ের দক্ষিণপাড়া লিকসন আহমদ,দরগাপাশার হরিনগরের রুবেল আহমদেরও। এসব মানুষ সাধারণ মানুষ জানান,তারা কখনো এমনটি স্বপ্নেও চিন্তা করেননি যে সরকার এতেদা উঁচু আর প্রস্থ করে নদীর পাড় আর হাওরের মাঝখান দিয়ে বাঁধ দিবেন। এসব বাঁধ দেখলে বাঁধ মনে হয় না,মনে হয় যেনো রাস্তা। তাই তারা এখন এসব বাঁধের উপর দিয়ে রাস্তা হবে এমন স্বপ্ন দেখতে শুরু করেছেন। তারা মনে করেন,যেহেতু সুন্দর করে এখন হেটে চলার ব্যবস্থা হয়েছে সেহেতু একদিন না একদিন এসব বাঁধ রাস্তা দিয়ে যানও চলবে। এই স্বপ্ন এখন তাদের মনে উঁকি দিচ্ছে। তারা জানান,এমন উঁচু ও প্রস্থ বাঁধ হওযায় ভুমিহীন মানুষেরা বাঁধে এসে বাড়ি তৈরি করবে। আবাসভূমি বাড়বে। মানুষ চলাচল বাড়লে রাস্তা এমনিতেই হবে। পাঁকা রাস্তা না হোক বর্সায় কাদা মাড়িয়ে হলেও তো হেটে চলাচল করা যাবে। এটাও তো আমাদের জন্য অনেক পাওনা। সাদিকুর রহামন মাসুম বলেন,বিল্লাল হোসেন নামের এক কৃষক বলেন, আমরা সরকারের উপর খুব খুশি। এখন আমরা স্বপ্ন দেখছি সরকার আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়া বেরিবাঁধকে এখন আস্তে আস্তে রাস্তা করে দেবেন বলে আমি আশাবাদী। দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সদস্য ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ তালুকদার বলেন,আমি বিশ্বাস করি যে বাঁধ হাওরের মাঝখান দিয়ে হয়েছে তা যদি সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে অবশ্যই এসব বাঁধ একদিন রাস্তা হবে। ছাত্রছাত্রীরা এ রাস্তাদিয়ে গাড়ি চড়ে স্কুলে যাবে। এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বলেন,আমাদের জন্য এটি একটি বাড়তি সুবিধা এই যে,এসব অনেক বাঁধ শুধুমাত্র বেরিবাঁধই নয়,গ্রামীণ রাস্তাও। সরকারের কাছ থেকে এতো রাস্তার অনুমোদন আনা অনেক কষ্টসাধ্য ব্যপার। এবার আমরা তা পেয়েছি। প্রতিমন্ত্রী মান্নান মহোদয় বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং এলজিইডির কর্মকর্তাদের সাথে আলাপও করেছেন। যেনো কাচা রাস্তা বসার পর পাকা করণ প্রকল্প তৈরি করা হয়।