স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের স্বনামধন্য বিদ্যাপীঠ আব্দুল মজিদ কলেজের ২০১৯- ২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় কলেজের হলরুমে এক ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
কলেজের গভর্নিংবডির সভাপতি জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ কালাশা‘র সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাস পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মাসুুদুর রউফ পল্লব , যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, অর্থনীতি বিভাগের প্রভাষক অজয় কুমার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নুর হোসেন, ইংরেজী বিভাগের প্রভাষক মনিরা পারভীন, পৌরনীতি বিভাগের প্রভাষক কবির মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, শহীদ মিয়া, ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণীর ছাত্র নাদির হোসেন,একাদশ শ্রেণীর ছাত্র এনামুল এনাম প্রমুখ।
এসময় ২০১৯- ২০ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থাপনায় ছিলেন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মোঃ জাফর আলী।