বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারকে হত্যা মামলার আসামি করায় প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৩৪০ বার

স্টাফ রিপোর্টার:: দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক,দৈনিক যুগভেরী ও সুনামগঞ্জের খবরের উপজেলা প্রতিনিধি ও পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ারকে ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা মামলায় আসামী করায় তীব্র নিন্দা,প্রতিবাদ ও মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোড় দাবী জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সহ সভাপতি এম এ কাসেম,সাধারণ সম্পাদক মো: নুরুল হক,সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সোহেল তালুকদার,ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম,নির্বাহী সদস্য এম এ কাসেম চৌধুরী,মোশাহিদ আহমদ,সামিউল কবির, সালেহ আহমদ হৃদয়,আলাল হোসেন,নাইম তালুকদার ও সাংবাদিক ছায়াদ হোসেন সবুজ।

উল্লেখ্য যে, বিগত ২০ জুন দুপুর ২ টায় উপজেলার পাগলা বাজার এলাকার কান্দিগাঁও ও রায়পুর গ্রামবাসীর মধ্যে গাড়ী পার্কিংকে কেন্দ্র করে সংঘর্ষে শাহনুর নামের একজন নিহত হয়। এই হত্যা কান্ডের ঘটনায় গত সোমবার ৩৪ জনের নাম উল্লেখ করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করেন নিহতের দাদা লাল মিয়া। এই মামলার এজাহারে ষড়যন্ত্রমূলকভাবে ১২ নং আসামী করা হয়েছে সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারকে। অথচ এই দিন ঘটনার সময় ইয়াকুব শাহরিয়ার সিলেট অবস্থান করে মাস্টার্স পরীক্ষার প্রস্তুতি ও ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। প্রেসক্লাব নেতৃবৃন্দরা প্রশাসনের প্রতি জোড় দাবী জানিয়েছেন অবিলম্বে ইয়াকুব শাহরিয়ারকে হত্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করার জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ