জাগ্রত নেতা শেখ মুজিবুর রহমান,
ডাক নাম ছিল তার “খোকা”
আমাদের জননেত্রী তাহার পরিচায়ক- মাননীয় শেখ হাসিনা।
বঙ্গের জাগরণে শেখ মুজিব প্রথম দিয়েছিলেন পা,
আমরা চলবো তার আদেশে পেছাবোনা এক পা।
আমরা গাইবো সত্যের তরে মৃত্যুর পণ গান,
জীবন বিনিময়ে রাখিবো আমরা দেশ ও সেই নেতার সম্মান।
তাহার আদেশ মতে আমরা চালাই সমাজ রথ,
তাহার নীতি অনুসারে আমাদের পুরলো মন বাসনা, উৎফুল্ল মনোরথ।
তাহার গানের সুরে ছিল বাঙ্গালী চায় স্বাধীনতা।
স্বাধীন না হলে মানবজীবনে বাঁচা ব্যর্থতা।
সামনে হেটে গেলেন তিনি ভয় নাই তাঁর,
পিছনে কেউ আসেনি!
সত্যের পথে চলেন যত,বিরোধীরা দৌড়ে তত,
কীভাবে যায় তারে নাশ করা।
জীবন বাজি রেখে তিনি করলেন জাতির কল্যাণ,
যতদিন আমরা গেয়ে যাবো তাহার মঙ্গল গান।
তাহার বানী মেনে আজ স্বাধীন বঙ্গরানী।
আমরা সবাই ঐক্যমতে যোগ্য নেত্রী শেখ হাসিনা জানি।
তাহার একটি দৃষ্টান্ত মামলা জয় এই মিয়ানমার।
দেশের কল্যাণে আমরা আছি -সারা জীবন সঙ্গী তাঁর।
আমরা চাই বাঙ্গালীর মুখে হাসি,
মাতৃস্বরূপ আমার দেশ-তাই বঙ্গ ভালোবাসি।
দেশের তরে দিয়েছে প্রাণ শহীদ বীর শতশত।
আমরা যেন পারি হতে সেই শহীদদের মত।
লিখেছেন: অনুকূল দেবনাথ
গ্রাম: মানিকপুর, দক্ষিণ সুনামগঞ্জ।