যদি প্রথা আসে রক্তদানের
জাতী গড়ে উঠবে সতেজপ্রাণের!
রক্ত দিলে রক্তের কভু হয়না কোনো ক্ষয়
রক্তের সাথেই গড়ে উঠবে রক্তের বিনিময়।
রক্তের টানে রক্তদানে এগিয়ে আসার তরে
রক্ত দিলেই মানুষের মাঝে ভালবাসা বাড়ে।
দেহের রক্ত দেহেই থাকে হয়না কভু শেষ,
রক্তদানে গড়ে ওঠে সুশীল পরিবেশ।
রক্তদানে যদি থাকে ভয় ও জড়তা
রক্তদিলেই কেটে যাবে সকল ব্যর্থতা।
রক্ত দিলে জীবন বাঁচে-বাঁচে মানবতা।
রক্তদানেই ফিরে পাবো মানবিক সুস্থতা।
সুস্থ হলে এগিয়ে আসুন রক্তদানে
আপনি একদিন স্বাক্ষী হবেন মানবতার কল্যাণে।
বন্ধু-বান্ধব, প্রতিবেশী, আপন হোক বা নয়
রক্তদানেই করবো মোরা মানবতার জয়।
রক্তহীনতায় ঝড়ে যেতে দেবনা কাউকে আর
রক্তদানেই সূচিত হোক সুশীল মানবতার।
”আলোর বাহন” হয়ে মোরা করবো রক্তদান
রক্তদিলে বেঁচে যাবে সুন্দর একটি প্রাণ।
লেখক: শাহনুর আহমদ সুলতান
প্রাইমারী স্কুল শিক্ষক।