নিজস্ব প্রতিবেদক,মো.আবু সঈদ:
দক্ষিণ সুনামগঞ্জ স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা পরবর্তী ও আলোচনা সভায় উপজেলা কম্পিউটার মুদ্রাক্ষরিক মনোওয়ার হোসেন হিমেল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ। আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কালাম,বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মাসহাদ বেগম,দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী,সাধারণ সম্পাদক আতাউর রহমান,পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন,আওয়ামীলীগ নেতা দিলীপ তালুকদার,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ নুর হোসেন,উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মফিজুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন,উপজেলা শিক্ষা অফিসার বজলুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাশ,মৎস্য অফিসার সমীরন কুমার সাহা,মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,একটিবাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারি রফিকুল ইসলাম,সাংবাদিক নুরুল হক। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মামুনুর রশীদ ও গীতাপাঠ করেন কৃষি সহকারি কর্মকর্তা কৃষ্ণ দেবনাথ। এসময় আরও উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা তেরাব আলী,সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ,শিক্ষক/শিক্ষিকাবৃন্দ,ছাত্র ছাত্রীবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ,সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের লোকজন প্রমুখ।