শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

প্রোটিয়াদের চেয়ে যে জায়গায় এগিয়ে ছিল বাংলাদেশ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৫০৪ বার

স্পোর্টস ডেস্কঃ  
সাবেক প্রোটিয়া ক্রিকেটার মরনে মরকেলের মতে আত্মনিবেদন আর খেলার প্রতি আবেগটাই কাল বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে রেখেছিল।
বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হলো স্বপ্নের মতোই। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে ক্রিকেট দুনিয়াকে বাংলাদেশ বড় এক বার্তাই দিল—এবারের বিশ্বকাপে অনেক কিছুই দেখিয়ে দেওয়ার বাকি বাংলাদেশের। কাল ম্যাচ শেষে সাকিব আল হাসানও সেটিই বলেছেন। সাবেক প্রোটিয়া পেসার মরনে মরকেল বাংলাদেশ দলের মধ্যে অদ্ভুত একটা ‘আবেগ’ লক্ষ্য করছেন। তিনি মনে করেন, এই আবেগের জায়গাটাতেই দক্ষিণ আফ্রিকা পিছিয়ে গেছে বাংলাদেশের চেয়ে।
ওভালে কাল ব্যাটে-বলে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল মাশরাফি বিন মুর্তজার দল। দারুণ পেশাদারি পারফরম্যান্স। বাংলাদেশের এমন পারফরম্যান্স খেলাটার প্রতি আত্মনিবেদন থেকেই—এটাই মনে করেন মরকেল। বাংলাদেশকে নিজের দেশের চেয়ে এগিয়ে রাখেননি তিনি। তিনি মনে করেন আত্মনিবেদনের আবেগটাই বাংলাদেশের ক্রিকেটারদের কাল ওভালে একেকটি বাঘে পরিণত করেছিল, ‘অবশ্যই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য একটি বাজে দিন। একজন সমর্থক হিসেবে আমি খুবই হতাশ। তবে আমার হতাশার জায়গাটা অন্য জায়গায়। আমি মনে করি দক্ষিণ আফ্রিকা তাদের চেয়ে ভালো কোনো দলের কাছে হারেনি । বাংলাদেশের ক্রিকেটের প্রতি আত্মনিবেদনটা বেশি । ওরা এখানেই হেরে গেছে।’
বিশ্বকাপের শুরুতেই টানা দুই ম্যাচে হার। পরের ম্যাচটা শক্তিশালী ভারতের বিপক্ষে। সামনের কয়টা দিন নিজেদের আত্মনিবেদনটা প্রোটিয়া ক্রিকেটাররা বাড়িয়ে নিতে পারেন কিনা, তার ওপরই নির্ভর করছে দলটির গন্তব্য!

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ