বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম এবারের বিশ্বকাপ নিয়ে লিখছেন প্রথম আলো অনলাইনে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় বিশ্বকাপে বাকি দলগুলোকে বড় বার্তাই দিয়ে দিয়েছে বলে মত তাঁর। মাশরাফির অধিনায়কত্ব তাঁর কাছে মনে হচ্ছে অন্য পর্যায়ের।
দারুণ উপভোগ করলাম বাংলাদেশের জয়। দেখে মনে হলো আক্ষরিক অর্থেই একটা চ্যাম্পিয়ন দলের খেলা দেখছি। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স। সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহদের ব্যাটিং, মোস্তাফিজ, সাইফউদ্দীন, মিরাজদের বোলিং—সত্যিই অসাধারণ, আগাগোড়া পেশাদারি। আর মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের কথা আর কী বলব, তাঁকে কেন অন্যতম সেরা অধিনায়ক বলা হচ্ছে, তার নমুনা তো প্রতি ম্যাচেই তিনি দেখিয়ে চলেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনি ছিলেন অসাধারণ, বুদ্ধিদীপ্ত।
অধিনায়কত্বের সেরাটাই দেখেছি কাল। মাশরাফি আর মিরাজ মিলে কীভাবে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিকে ফাঁদে ফেলা হলো! আগের ওভারগুলোতেই মাশরাফি আর মোসাদ্দেককে মারল ডু প্লেসি। এর পরপরই মাশরাফি কিছুটা ঝুঁকি নিয়েই মিরাজকে আক্রমণে নিয়ে আসে। এরপরই দেখা গেল আসল খেলাটা। মিড অফকে ৩০ গজ বৃত্তের মধ্যে একটু ওপরের দিকে নিয়ে এসে মাশরাফি মিরাজকে অফ স্টাম্পের বাইরে বোলিং করতে বলল। এটা কিন্তু খুব সাহসী ব্যাপার। মিরাজ বোলিংয়ে কিছুটা লুপ দিয়েই ডু প্লেসিকে ভুলটা করতে বাধ্য করে। স্পিনের বিপরীতে খেলতে গিয়ে সে বোল্ড হলো। অসাধারণ অধিনায়কত্ব।
অধিনায়কত্বের বাইরে আরও একটা ব্যাপার দুর্দান্ত লেগেছে। সেটি হচ্ছে গোটা দলের ধৈর্য। টেস্ট ম্যাচের মতোই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করেছে বাংলাদেশি বোলার-ফিল্ডাররা। চরম ধৈর্য ধরে। ব্যাটিংয়ে প্রথম থেকেই দারুণ একটা পরিকল্পনা নিয়ে খেলেছে দল। সাকিব-মুশফিকের রেকর্ড জুটিটা তো রীতিমতো গল্পের মতো। মিরাজের কথা আলাদা করে বলতে হয়। আমরা অসাধারণ একজন খেলোয়াড় পেয়েছি। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—সে একটা কমপ্লিট প্যাকেজ।
সাকিবকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে আমাদের দুজন খেলোয়াড়ের সমান। দারুণ পরিণত খেলোয়াড় সে এখন। ব্যাটে-বলে সে তার প্রমাণ রেখেছে। মুশফিক বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। তাঁর ধারাবাহিকতার কোনো তুলনা নেই। আর দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই ভড়কে দিয়ে সৌম্যর ব্যাট কিন্তু কাল দারুণ ভূমিকা রেখেছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ কিন্তু বড়সড় একটা বার্তা দিয়ে দিল। আমাদের লক্ষ্য এখন আকাশের মতোই বিশাল। অনেক দূর যাওয়ার সামর্থ্য মাশরাফির দলের আছে। কালকের ম্যাচের পর আমরা বিশ্বকাপের বাকি দলগুলোর সমীহ আদায় করে নিলাম। আমাদের সঙ্গে খেলতে নামলে প্রতিটি দলই চাপে থাকবে। টেনশনে থাকবে। এখন বিশ্বকাপের বাকিটা পথ কেবল নিজেদের সামর্থ্য অনুযায়ী দলকে এগিয়ে যেতে হবে।
মাশরাফির দলকে আবারও অভিনন্দন,শুভেচ্ছা ও শুভ কামনা!
আমিনুল ইসলাম বুলবুল, সাবেক অধিনায়ক- বাংলাদেশ ক্রিকেট দল।