সুনামগঞ্জের কেন্দ্রস্থলে ,
অবস্থানে হৃদপিন্ড হলে ,
সবুজ শ্যামল ছায়া তলে ,
শুশুভিত ফুলে ফুলে ,
শান্তির সুবাতাশ পায় হকলে,
বাস করিয়া এই মহালে,
স্বর্গপূরী মায়াবিনী,
লোকে তারে শান্তিগঞ্জ বলে ,
সহজ সরল শান্ত ছেলে ,
জলে স্থলে আকাশ পাতালে ,
আমরা সবাই শান্তিগঞ্জী রে ভাই – সবাই আমরা শান্তিগঞ্জী ।
ছিলেন যাঁরা জ্ঞানী গুণী ,
জনপদের মধ্যমণি,
শুনিয়েছিলেন শান্তির বাণী ,
প্রমাণ রেখেছিলেন নামকরণে ,
শান্তি এল জনমনে ,
সমৃদ্ধি পেল গুণ ও মানে ,
বাহ্ বাহ্ ! দিল বিশ্বজনে ,
এমন মধুর নামটি শুনে ,
রেখেছিলাম স্বপ্ন বুনে ,
এ নামে যদি উপজেলা বনে ,
গর্ব করে বলব সবাই আমরা শান্তিগঞ্জী ,
ওরে ও ভাই আমরা সবাই শান্তিগঞ্জী ।
শ্রুতিমধুর নাম খানি তে ,
প্রাণটা আমরা রাখছি বেঁধে ,
দেবনা আর হারিয়ে যেতে ,
ভূতুরে নামের কানাগলিতে ,
পরব গলে মালা গেথে ,
উপজেলাবাসী সবাই শান্তিগঞ্জি -আমরা সবাই শান্তিগঞ্জী ।
শুন রে শুন ওরে ও ভাই ,
শান্তিগঞ্জ নামের বিকল্প নাই ,
জনপদবাসী এক হয়ে যাই ,
কতৃপক্ষরে আবেদন জানাই ,
উপজেলার নাম শান্তিগঞ্জ চাই ,
ব্যানার নিয়ে মানব বন্ধনে দাঁড়াই,
ভাই – ভাই আমরা সবাই শান্তিগঞ্জি ,
সবাই আমরা শান্তিগঞ্জী ।
জনপ্রিয়তায় সর্বেসর্বা দেশ বিদেশে মনোহরা ,
মহৎ হৃদয় মুক্তায় গড়া ,
গুণে মানে সবার সেরা ,
শেখ হাসিনার আস্থায় ভরা ,
জাননি ভাই জাননি তুমরা ,
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও শান্তিগঞ্জী ,
আমরা সবাই শান্তিগঞ্জী।
খামচে ধরে খেতে গিলে ,
কোথা হতে কে তুমি এসেছিলে ?
দঃসুনামগঞ্জ নামটি দিলে ,
মিষ্টি মধুর শান্তিগঞ্জ ভুলে ,
বুদ্ধি দিল কে তুমারে ,
ষড়যন্ত্র করেছিল কোন পাগলে ?
এবার আমরা দেব তুলে ,
মিলে এলাকাবাসী সবাই শান্তিগঞ্জী ,
আমরা সবাই শান্তিগঞ্জী ।
শান্তিগঞ্জও নামে রে ভাই ,
সীমাহীন গর্ব খুজে পাই ,
যেখানে যাই সেখানেই সম্মানীত হই ,
ফয়ছল বলে এমন নাম আর এ জগতে পাইবা নি ?
যে নামে দূর হয়ে যায় সকল পেরেশানী ,
সেই নামটাই ফিরিয়ে আন করে মেহেরবানী ,
এই আকুতি জানাই আমরা সবাই শান্তিগঞ্জী ,
সবাই আমরা শান্তিগঞ্জী ।
লিখেছনঃ ফয়ছল আহমদ।