বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

প্রথমে ব্যাটিং পাওয়াটা দারুণ কাজে লেগেছে: মাশরাফি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৫১০ বার

স্পোর্টস ডেস্কঃ 
দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী ওয়ানডে দলের বিপক্ষে জয়ের প্রতিক্রিয়ায় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘প্রথমে ব্যাটিং পাওয়াটাও দারুণ কাজে লেগেছে। অবশ্য এটা এমন একটা উইকেট, এর আগে এখানে একটা ম্যাচ হয়ে গেছে। তাই টস জিতলেও দ্বিধা কাজ করতো- ব্যাটিং নেব নাকি বোলিং? সব মিলিয়ে ব্যাটিং করাটা খারাপ সিদ্ধান্ত হয়নি।
জয়ের জন্য মুশফিক ও সাকিবের উচ্ছ্বসিত প্রশংসা করে মাশরাফি বলেন, ‘মুশফিক তো সব সময়ই এমন ইনিংস খেলে দেয়, যেখানে ওর স্ট্রাইক রেট খুব ভালো থাকে। সাকিবও দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে বিশেষ করে সৌম্যের কথা বলতেই হবে। শুরুতে সৌম্য যে ছন্দটা ঠিক করে দিয়েছিল, সেটাই মাহমুদউল্লাহ-মোসাদ্দেক মিলে শেষ টেনেছে।’
তিনি বলেন, ‘জয় দিয়ে শুরু করাটা সব সময়ই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডে আমরা খুব ভালো একটা সফর কাটিয়ে এসেছে। সেই রেশটা ধরে রাখার দরকার ছিল। ব্যাটসম্যানরা সেই ছন্দটা ধরে রেখেই শুরুটা এনে দিয়েছিল।’
বিশাল সংগ্রহের পরও ম্যাচটা যে সহজ ছিল না তাই অপকটে স্বীকার করে মাশরাফি বলেন, ‘এই স্কোর গড়েও নির্ভার থাকার উপায় ছিল না। আমরা জানতাম আমাদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। কারণ এটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো একটা উইকেট ছিল। তাই একের পর এক বোলারকে আক্রমণে পরিবর্তন করেছি, যেন ঠিক সময়ে উইকেট তুলে নিতে পারি। ভালো দিক হলো,
পরিকল্পনাটা কাজে দিয়েছে। ঠিক সময়ে আমরা উইকেট তুলে নিতে পেরেছি। এখানেও স্পিনারদের কৃতিত্ব আছে। ওরাই চাপটা তৈরি করে দিয়েছিল। মোস্তাফিজ আর সাইফ শেষটা টেনে দিয়েছে।’
টাইগার অধিনায়ক এবার দর্শকদেরও কৃতিত্ব দিতে ভুলেননি। তিনি বলেন, ‘দর্শক আজ আমাদের সঙ্গে সব সময় ছিল। বাংলাদেশের সব সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আশা করি আমাদের বাকি ম্যাচগুলোতেও এভাবে মাঠে এসে সমর্থন দিয়ে যাবে। আর দেশে যারা টিভিতে খেলা দেখছিলেন, তারাও প্রত্যাশা করেছিলেন আমরা জিতব। আশা করি তাদের জন্য আরও একটা জয় এনে দিতে পারব। নিউজিল্যান্ড ম্যাচটাও ভালো হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ