স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ টু সিলেটে সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীদের দূর্ভোগ অবশেষে লাগব হচ্ছে। বহুল প্রত্যাশিত বিআরটিসি বাস সার্ভিস এই সড়কে চলাচল আজ সোমবার থেকে শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
সাংসদ পীর মিসবাহ জানান, সোমবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জ – সিলেট সড়কে অত্যাধুনিক বিআরটিসি বাস চলাচল শুরু হবে। সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস চলাচল উদ্বোধন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
জানা গেছে, প্রতিদিন সুনামগঞ্জ থেকে সিলেটে ১২টি বাস চলাচল করবে। ভারত থেকে আমদানীকৃত বিআরটিসির নতুন বাস নামানো হয়েছে এই সড়কে চলাচলের জন্য। উদ্বোধনের মাস কয়েকের মধ্যে যাত্রীদের জন্য এসি বাস নামানো হবে।
জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ জানিয়েছেন, সাধারণ মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে বিআরটিসি বাস নামানো হয়েছে। আশা করি যাত্রীদের যাতায়াত সমস্যা কেটে যাবে।