স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকেই ইনজুরির মিছিল ভারি হচ্ছে। একের পর এক চোটাক্রান্ত হচ্ছেন ইংল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের ক্রিকেটাররা। সেই তালিকায় নতুন সংযোজন তামিম ইকবাল।
বাংলাদেশের সেরা এ ওপেনারের ইনজুরি নিয়ে জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেন, ‘তামিমের ব্যাপারে এই মুহূর্তে কোনো আপডেট দেয়া সম্ভব নয়। মাত্রই ড্রেসিংরুমে ফিরেছে সে। দেখার বিষয় এখন ব্যথা কেমন, হাত ফুলে যায় কিনা। এরপরই এমআরআই লাগবে কিনা, জানা যাবে।’
ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসার আরও বলেন, ‘এটা চিন্তার বিষয়। সে মাত্র নেটে গিয়েছিল। এখনই কিছু বলা কঠিন, বললেও সেটা অনুমান করে বলা হবে। দেখা যাক। ডাক্তার দেখবেন। তারপর আমি বলতে পারব। আশা করি খুব গুরুতর নয়।’
বিশ্বকাপের আগে চোট সমস্যায় আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তার চোটের ব্যাপারে ওয়ালশ বলেন, ‘আরও দুই দিন সময় আছে। গত ম্যাচে সাইফউদ্দিন চোট পেয়েছে। আজ সে পুরোপুরি বিশ্রামে ছিল, ফিজিওর তত্ত্বাবধানে আছে। তার চোট কাল পর্যবেক্ষণ করে দেখব আমরা।’
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোট নিয়ে ওয়ালশ বলেন, ‘মাশরাফিরও কিছুটা চোট সমস্যা আছে, আজ বেশি অনুশীলনও করেনি। কাল বোঝা যাবে অবস্থা। মুস্তাফিজের সমস্যা ছিল। তবে সে এখন ঠিক আছে, আজ ভালো বোলিং করেছে।’
আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
সেই ম্যাচের আগে দলের ইনজুরি নিয়ে পেস বোলিং কোচ ওয়ালশ বলেন, ‘খেলোয়াড়দের ইনজুরি আছে। কিন্তু এটা নিয়ে আমরা চিন্তিত নই। আশা করি ধীরে ধীরে সবাই ঠিক হয়ে যাবে।’