বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন

এশিয়া কাপের আগামী আসর পাকিস্তানে, ভারত যাবে তো?

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৩৯৭ বার

স্পোর্টস ডেস্কঃ 
এশিয়া কাপ আয়োজনের মধ্য দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় পিসিবি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবশেষ সভায় এশিয়া কাপ পাকিস্তানেআয়োজনের সিদ্ধান্ত হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সর্বশেষ সভায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানের বোর্ড প্রতিনিধিদেরসম্মতিতে এশিয়া কাপের ১৫তম আসর আয়জনের দায়িত্বদেয়া হয়েছে পাকিস্তানকে।
২০২০ সালে এশিয়া কাপ যদি পাকিস্তানে অনুষ্ঠিত হয় তাহলে বড় প্রশ্ন হলো,ভারতীয় ক্রিকেট দলকি পাকিস্তান সফরে যাবে? অন্য দলগুলো রাজি হলেও রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে যেতে রাজি হবে না ভারত।
সীমান্ত সমস্যার কারণে দীর্ঘ দিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছেপ্রতিবেশী দুই দেশের মধ্যে। আইসিসির বড় কোনো ইভেন্ট ছাড়া মাঠের লড়াইয়ে অংশ নিচ্ছে না ভারত-পাকিস্তান।
প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরেপাকিস্তান সফররত শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলা হয়। তার পর থেকে পাকিস্তান সফরে যেতে আগ্রহ দেখাচ্ছে না টেস্ট খেলুড়ে কোনো দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ