স্পোর্টস ডেস্কঃ
ফাফ ডু প্লেসিস-হাশিম আমলা
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন হাশিম আমলা ও ফাফ ডু প্লেসিস। তাদের অসাধারণ ব্যাটিংয়ে শ্রীলংকার বিপক্ষেরানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।জোড়া সেঞ্চুরির সুযোগ পেয়েও ব্যর্থ হন তারা।ফিফটি গড়েই ফেরেন আমলা ও ডু প্লেসিস।
হাশিম আমলার ৬১ বলে গড়া ৬৫ ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ৬৯ বলে গড়া ৮৮ রানে ভর করে ৭ উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এছাড়া ৪০ ও ৩৫ রান করেন রাশি ভেন দার দাসুন ও আন্দিল ফেহলুকাওয়ো।
ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১৩ বলে ২৬ ও ২৩ বলে২২ রান করেন ক্রিস মরিস ও ডোয়েন প্রিটোরিয়াস। শ্রীলংকার হয়ে সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ দুটি করে উইকেট ভাগাভাগি করেন।
শুক্রবার ইংল্যান্ডের কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা।
শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে হাশিম আমলার সঙ্গে উদ্বোধনী জুটিতে ৪৭ রান করে ফেরেন আদিন মার্করাম। ১৫ বলে ২১ রান করেন তিনি।
মার্কওরামের বিদায়ের পর অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে জুটি বেঁধে ইনিংস মেরামত করেন হাশিম আমলা। এই জুটিতে আমলা ও ডু প্লেসিস দুজনেই তুলে নেন ফিফটি।