বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

চল্লিশ পেরিয়ে কেমন আছেন ‘তেরে নাম’-নায়িকা?

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৪৯৩ বার

বিনোদন ডেস্কঃ সময় যে কীভাবে চলে যায়, খেয়ালই থাকে না। ‘তেরে নাম’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। সালমান খানের সেই সময়ের খুব কম ছবিই ছিল যা সুপারহিট নয়। ‘তেরে নাম’-এ সালমানের লুক এবং ট্র্যাজিক প্রেমের গল্প যেমন দর্শকের মন ছুঁয়ে গিয়েছিল প্রবলভাবে, তেমনই সব বয়সের বলিউড ফ্যানেরাই মুগ্ধ হয়েছিলেন নায়িকার নিষ্পাপ সৌন্দর্যে। ভূমিকা চাওলাকে তার আগে দেখে নি হিন্দি ছবির জগৎ। কারণ ভূমিকার অভিনয় জীবন শুরু হয় দক্ষিণী ছবি দিয়ে। এখনও তিনি দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তার বলিউড ফ্যানেদের জন্য সুখবর, ‘এম এস ধোনি’-পরে আবারও দেখা যাবে তাকে হিন্দি ছবিতে।

৩১ মে মুক্তি পেতে চলেছে প্রভু দেবা ও তামান্না ভাটিয়া অভিনীত হরর থ্রিলার ‘খামোশি’। ওই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভূমিকা। ২০০৩-এ ‘তেরে নাম’-এর পরে খুব বেশি হিন্দি ছবিতে তাকে দেখা যায় নি কারণ বেশিরভাগ সময়েই ভূমিকা ব্যস্ত থেকেছেন তামিল, মালয়ালম, কন্নড় অথবা তেলেগু ছবির কাজ নিয়ে।

ভূমিকার ফিল্মি ক্যারিয়ারে রয়েছে বেশ অনেকগুলো ভাষার ছবি। ভোজপুরী এবং পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তবে বরাবরই তার ঝোঁক ছিল দক্ষিণে এবং দক্ষিণী ছবির জগতে তার সাফল্যও অনেক বেশি। ২০০৭ সালে বিয়ে করেন ভূমিকা তার দীর্ঘদিনের যোগ প্রশিক্ষক ভরত ঠাকুরকে। কিন্তু বিয়ের পরে তার অভিনয় জীবন অন্য অনেক নায়িকার মতো স্তব্ধ হয়ে যায় নি। এমনকী ২০১৪ সালে তার ছেলের জন্মের পরেও কিন্তু খুব বেশিদিন সময় নেন নি তিনি আবারও অভিনয় শুরু করতে।

উপরের এই ছবিটি দেখলেই বোঝা যায় যে, ২৪-এর ভূমিকা আর ২০১৯ সালে দাঁড়িয়ে ৪০-এর ভূমিকার লুকে খুব বেশি পার্থক্য নেই। হয়তো দীর্ঘদিনের যোগাভ্যাসই এর কারণ। ‘খামোশি’-র ট্রেলারে এক ঝলকই দেখা গিয়েছে ভূমিকাকে, কিন্তু ছবির গল্পে এই চরিত্রটি যে বেশ গুরুত্বপূর্ণ, তা বোঝা গিয়েছে। আপাতত অপেক্ষা ৩১ মে-র।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ