বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

টিভিতে দেখা যাবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৪৯২ বার

স্পোর্টস ডেস্কঃ 
আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের। এর আগে ২৪ থেকে ২৮ মে পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী ১০ দল।
সাধারণত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ টিভিতে দেখা যায় না। কারণ সরাসরি সম্প্রচার করে না চ্যানেলগুলো। তাই স্কোরকার্ড দেখে প্রিয় দলের ম্যাচ নিয়ে আপডেট থাকতে হয়।
তবে দিন বদলাচ্ছে। এবারের বিশ্বকাপে ভারতের দুটি প্রস্তুতি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। সেই সুবাদে বাংলাদেশের খেলাও দেখা যাবে। কারণ টাইগারদের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার বিপক্ষে।
আগামী ২৮ মে কার্ডিফে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। দেশের কোটি ক্রিকেটপ্রেমী ম্যাচটি সরাসরি দেখতে পারবেন স্টার স্পোর্টসের পর্দায়।
ভারতের মতো বাংলাদেশও দুইটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে। এর আগে ২৬ মে একই মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী। তবে ম্যাচটি টিভিতে দেখানো হবে কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্টার স্পোর্টসের তরফে শুধু বলা হয়েছে, ভারতের দুটি প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
মূল আসরে লড়াইয়ে নামার আগে কোহলিরা আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৫ মে লন্ডনের কেনিংটন ওভালে কিউইদের বিপক্ষে গা গরমের ম্যাচ খেলবে তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ