অতিথি প্রতিনিধি :
পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য কতইনা পেশা বেঁচে নেয়। কেউ বেছে নেয় শুধু পেটের জন্য আর আবার কেউ বেছে মন থেকে ভালোবেসে। তেমনই এক মানুষ হলেন বৃক্ষ প্রেমী কমর উদ্দিন (৫৭)। দক্ষিণ সুনামগঞ্জ ততা জগন্নাথপুর উপজেলার এমন কোন নারিকেল বা সুপারি গাছ নেই যে তার হাতের ছোয়া পায়নি। তিনি মূলত নারিকেল গাছ এবং সোপারি গাছ পরিচর্যা করেন। বিনিময়ে গাছের মালিক খুশি হয়ে যা দেন তাই তিনি সাদরে গ্রহন করেন,না দিলেও অখুশি হননা। মুলত এ কাজ তিনি ৩৫ বছর ধরে করে আসছেন। আর এটাই উনার মূল রুটিরুজি। তাছাড়া কিভাবে গাছ বড় হয়,কিভাবে গাছে বেশি নারিকেল বা সুপারি ধরবে এমনও পরামর্শ দিয়ে থাকেন তিনি জনগণকে। যদিও তার এ বিষয়ে প্রাতিষ্ঠানিক কোন ট্রেনিং নেই। এ কাজ করেন মূলত তার দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতা থেকে। গাছ পরিষ্কারের এ কঠিন কাজ করতে গিয়ে তিনি নানা বাধা বা প্রতিবন্ধকতারও মুখোমুখি হন। দাড়াইস,আলদসহ নানা বিষদর সাপের মুখোমুখিও হতে হয়েছে তাকে জীবনে বহুবার। তবুও তিনি খুশি মনে এ কাজ করে যাচ্ছেন। তার ভাষায়,গাছের প্রতি আমার এক প্রেম জন্মেগেছে,এখন আর অন্য কাজ ভাল্লাগেনা। বৃক্ষ প্রেমিক এ মানুষটির জন্ম দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের শিবপুর ছাকল পাড়ায়। তার বাবার নাম মৃত আমিন উল্লাহ,মাতার নাম মৃত জয় বানু। তার এক ছেলে ও এক মেয়ে,উভয়ে স্কুলে যাচ্ছে।