নিজস্ব সংবাদদাতা:: হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে হামলা ও গাড়ি ভাংচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহফুজুল আলমের আপন দুই ছোট ভাইসহ ৮ আসামীকে কারাগারে প্রেরণ করেন আদালত।
গত রোববার হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহফুজুল আলমের ছোট ভাই সিএম মাসুদ ও মালেক মিয়া, বিএনপি নেতা আশ্বব আলী, নেছার আহমেদ, সফি মিয়া, জয়নাল আবেদীন, নাজির মিয়া ও হারুনুর রশিদ।
উল্লেখ্য, গত ১০ ই মার্চ শান্তিপূর্ণ পরিবেশে লাখাই উপজেলা পরিষদ নির্বাচন শেষে নিশ্চিত পরাজয় জেনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মাহফুজুল আলম মাহফুজের ছোট ভাই মাসুদের নেতৃত্বে প্রায় সহস্রাধিক লোকজন নিয়ে নির্বাচন মালামাল নিয়ে উপজেলায় আসার পথে প্রিসাইডিং পোলিং অফিসারের উপর হামলা করে। এতে প্রিসাইডিং অফিসার সহ অনেকেই গুরতর আহত হয়। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।