রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

দক্ষিণ সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০১৯
  • ৫১০ বার

স্টাফ রিপোর্টার:: দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা:: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের আগার পয়েন্টের দক্ষিণ হাটিতে ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, রাতে যখন সবাই তারাবীর নামাজে ঠিক তখনই আছকির মিয়ার খড়ের ঘরে আগুন লাগে। কিছুক্ষন পর আগুনের লালিহান শিখা বাড়তে থাকলে যখন পরিবারের সবাই দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় জনতা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে একঘন্টা অভিযানের পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আগুন লাগার পরপরই দ্রুত আগুন বিভিন্ন দিখে ছড়িয়ে পরে, প্রথমে খরের ঘর তারপর গরুর ঘরে আগুন ছড়িয়ে যায়,এবং আগুনের তীব্রতা বিদ্যুতের কুটিতে ছড়িয়ে পরলে স্থানীয় জনতা বিদুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করে।এই ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘরের মালিক জানান।

পুড়ে যাওয়া ঘরের মালিক আছকির মিয়ার ধারনা কেউ পরিকল্পিতভাবে তার ঘরে আগুন দিয়েছে।তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের আহবান জানান।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা অভিযানের পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে । তবে আগুন লাগার কারণ এখনও জানা যায় নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ