দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আব্দুল খালিক নামের একজন জানান, দীর্ঘ ৩ বছর পেরিয়ে গেলেও এখনো অডিটোরিয়ামে’র ছাদের ঢালাইটাই শেষ হয়নি। এ যেন অডিটোরিয়াম তৈরির নামে খামখেয়ালি। এগুলাকি কারো চোখে পড়ে না?
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেব জানান, অডিটোরিয়ামে’র কাজের কোন গতি নেই। হাওরবাসীর স্বপ্নের অডিটোরিয়ামে’র কাজ কবে যে শেষ হবে তা আদৌ কেউ জানেন না। অডিটোরিয়াম না থাকায় সাংস্কৃতিক চর্চা ব্যাহত হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে জোর দাবি দ্রুত যেন আমাদের লালিত স্বপ্নের বাস্থবায়ন করা হয়।
সচেতন মহলের মতে, আমাদের উপজেলাবাসীর স্বপ্নের একমাত্র অডিটোরিয়ামে’র কাজ হবে হচ্ছে বলে ফেলে রাখা হয়েছে। কে জানে আরও কত বছর লাগবে অডিটোরিয়ামে’র কাজ হতে?। তবে দ্রুত কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন জানাচ্ছি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন জানান, আমরা নতুন নির্বাচিত হয়েছি এখনো এ বিষয়ে কিছু জানিনা। হাওরবাসীর স্বপ্নের অডিটোরিয়াম বাস্থবায়নের জন্য আমরা তাগাদা দিব।
চেয়ারম্যান ফারুক আহমদ জানান, কাজ কেন বন্ধ তা আমি জানিনা। নতুন শপথ গ্রহণ করেছি। অডিটোরিয়ামে’র কাজের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত কাজের ব্যবস্থা করবো।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী শামিম আহমদ জানান, মেয়াদ শেষ হওয়ার পর আবার মেয়াদ বৃদ্ধি করলেও কাজ হচ্ছে না। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেয়ার পরেও কাজের কোন অগ্রগতি নেই। তাই আমরা এই ঠিকাদারী প্রতিষ্ঠান বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছি।