সরেজমিন দেখা যায়, গত ৩ দিনে উপজেলার বিভিন্ন এলাকার বুকের উপর দিয়ে বয়ে চলা নদীগুলোর পানি বেড়েছে দ্রুত গতিতে। আর নদীর পানিতে ভরে উঠেছে খাল-বিল ডোবা। হঠাৎ পাহাড়ি ঢলের এই পানি দেখে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। সতর্কবার্তা পেয়ে দ্রুত ধান কাটতে মরিয়া হয়ে গেছেন সবাই।বাড়তি টাকা দিয়ে শ্রমিক নিয়ে কাটাচ্ছেন ধান।শুধু কৃষকই নয় কৃষকের পাশাপাশি ফণীর ভয়ে আতংকে রয়েছেন উপজেলাবাসী।
একাধিক কৃষকরা জানান, সতর্কবার্তা পেয়ে বাড়তি টাকা দ্রুত ধান কাটছি। ধান কাটা প্রায় শেষ। কিছু জমিতে ধান কাটা বাকি রয়েছে। আর কয়েকদিন পেলেই ধান ঘরে তুলতে পারবো ইনশাআল্লাহ। তবে ঘূর্ণিঝড় ফণির ভয়ে আছি। খোদা জানেন কি হবে।
আঙ্গুর মিয়া নামের এক বৃদ্ধ কৃষক জানান, আমার কিছু জমিন রইছে কাটার বাকি। বলন ট্যাকা দিয়াও কামলা পাইরান না কাটাইবার। আর আজকে সকালে ৫০ মণ ধান খলাত পালাইছলাম পুকানিত। আকতা(হঠাৎ) মেঘ আওয়ায় সব ধান বিজি গেছে। ভিজা ধান লইয়া ঝামেলাত পড়ছি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব জানান, দক্ষিণ সুনামগঞ্জে ৮০ ভাগ জমির পাকা ধান কেটে ফেলেছেন কৃষকরা। আশা করছি ফণীর প্রভাবে ক্ষতির মুখে পড়তে হবেনা কৃষকদের।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষথেকে কৃষকসহ উপজেলাবাসীকে ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে রক্ষা পেতে নিরাপদে থাকার আহবান জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের পক্ষথেকে এক সতর্ক বার্তায় চলতি মাসে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় যাদের জমিতে পাকা ধান রয়েছে, সেগুলো কেটে ফেলার আহ্বান জানানো হয়েছে।