স্পোর্টস ডেস্ক:: যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক রিপোর্ট থেকে জানা গেছে, ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রান্সের বিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান বুগাত্তির ‘লা ভোইতুরে নইর’ মডেলের গাড়ি কিনেছেন। যেটি এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। এই গাড়ি কিনতে ১১ মিলিয়ন ইউরো (৯.৪৯ পাউন্ড) বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৪ কোটি টাকা ব্যয় করেছেন রোনালদো।
বুগাত্তির এই গাড়িটি প্রথম প্রদর্শন করা হয়েছিল জেনেভা মোটর শো-২০১৯’এ। ফরাসি কোম্পানিটির ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বিলাসবহুল ‘সুপারকার’টির একটি মাত্র ‘প্রোটোটাইপ’ নির্মাণ করা হয়।
রোনালদোর এই গাড়িটি ঘণ্টায় ২৬০ মাইল পর্যন্ত স্পিড তুলতে পারে। ‘বুগাত্তি টাইপ ৫৭ এসসি আটলান্টিক’ মডেলের অনুকরণে বানানো এটি মাত্র চতুর্থ গাড়ি। আগের তিনটি ১৯৩৬ ও ১৯৩৮ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এতে ‘৮.০ লিটার টার্বোচার্জড ডব্লিউ১৬’ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।
গাড়ির মালিকানা পেলেও এখনই অবশ্য চালানোর অনুমতি পাচ্ছেন না রোনালদো। কারণ, এখনও নাকি গাড়িটির কিছু কাজ বাকি আছে। রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে এই গাড়ির সম্পূর্ণ মালিকানা বুঝে পাবেন।