সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

৪ গ্রামের প্রধান রাস্থার বেহাল দশা!

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৩২৬ বার

ছায়াদ হোসেন সবুজ::

জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপশী, ঘোড়াডুম্বুর, মনবেগ ও ছাতক উপজেলার জালিয়াসহ এই ৪ টি গ্রামের প্রধান রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণের । দীর্ঘদিন সংস্কার না হওয়া রাস্তাটি অচল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্থাটি দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলার মধ্যবর্তীতে হওয়ায় দুই উপজেলার কেউই সংস্কারের কোন প্রদক্ষেপ নিচ্ছেন না। যার ফলে বিগত এক যুগ অতিবাহিত হলেও ইটের রাস্থাটি এখনো পাকা করনের কোন ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না।

সরেজমিন দেখা যায়, প্রায় ১কিলোমিটার রাস্থা দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার সামান্য বৃষ্টিতে কাদাপানি অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে এলাকাবাসীকে। এছাড়াও এই গ্রামগুলোর কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত, কোমলমতি শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াতের ক্ষেত্রে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পিঠাপশী গ্রামের আব্দুল হান্নান জানান, বিগত কয়েকবছর যাবৎ চেয়ারম্যান মেম্বারদের দরনা দিয়েও রাস্থার কাজ করানো সম্ভব হচ্ছে না।
আমাদের মত এত দুর্ভোগে হয়তো আর কেউ নেই। রাস্থার বেহাল দশায় আমরা কত কষ্টে আছি তা কেউ জানতেই চায় না। কবে যে এর সংস্কার হবে কে জানে?

ঘোড়াডুম্বুর গ্রামের নাসির উদ্দিন জানান, আমাদের এই রাস্থা দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে।একযুগ চলে গেলেও অবহেলিত এই ইটের রাস্থাটির পাকাকরণ হয় নি।যার ফলে আমরা মারাত্মক সমস্যায় দিনাতিপাত করছি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি অচিরেই যেন এই বেহাল রাস্তাটি সংস্কার কাজ শুরু করা হয়।

কলেজ শিক্ষার্থী নাসিম আহমদ জানান, প্রতিদিনই কলেজে যেতে অনেক কষ্ট পোহাতে হয়। অনেক জনপ্রতিনিধি থাকলেও সংস্কার করার কোন প্রদক্ষেপ নাই। রাস্থাটি সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মধু জানান, আমাদের এলাকার এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনই স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্থাটি দ্রুত সংস্কারের দাবি জানাই।

এ ব্যাপারে পূর্ব পাগলা ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, বারবার আবেদন করলেও কোন কাজ হচ্ছে না। এখন পরিকল্পনামন্ত্রীর কাছে বিষয়টি জানিয়েছি। তিনি সম্মতি প্রকাশ করেছেন, আশা করছি রাস্থাটি দ্রুত সংস্কার হবে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, জনসাধারণের কষ্ট লাগব করার জন্য পরিকল্পনারমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে বেহাল এই রাস্থাটির দ্রুত সংস্কারের ব্যবস্থা করবো। উন্নয়ন থেকে কেউ বঞ্চিত থাকবে না। আমরা এই উপজেলাকে উন্নয়নে আলোকিত করতে চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ