নিজস্ব প্রতিবেদক:: দুটি সন্তানের বেশি নয়,একটি হলে ভাল হয়, এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস,দরগাপাশা,পূর্ব পাগলা,পশ্চিম পাগলা,পাথারিয়া,শিমুলবাঁক ই্উনিয়নের ৬ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পল্লী জারীগানের মাধ্যমে পরিবার পরিকল্পনা ও শিশু স্বাস্থ্য,প্রজনন স্বাস্থ্য, জন্ম বিরতিকরণ এবং জেন্ডার বিষয়ের উপর জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে দিনব্যাপি কেন্দ্রীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইএম ইউনিটের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দরগাপাশা ইউপি পরিদর্শক তায়েফ চৌধুরী,পশ্চিম পাগলা ইইপি পরিদর্শক বিপ্রেশ ভট্রাচার্য্য,জয়কলস ইউপি পরিদর্শক মো: মাহিদুল ইসলাম সিদ্দিকী, পাথারিয়া ইউপি পরিদর্শক ভুপতি রঞ্জন দাস, শিমুলবাঁক ইউপি পরিদর্শক এনামুল হক,পূর্ব পাগলা ইউপি পরিদর্শক শামীম আহমেদ।
এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতামূলক পল্লী জারীগান পরিবেশন করেন বাউল শিল্পী আলা উদ্দিন ও তার দল।