অনলাইন ডেস্ক::
অফিসে যেতে পাড়ি দিতে হয় লম্বা রাস্তা। তারপর রয়েছে যানজট। সব মিলিয়ে ঘণ্টাখানেকের মামলা। এসব ঝক্কি থেকে বাঁচতে তাই সাঁতার কেটেই পাড়ি জমান অফিসে। এই ব্যক্তির নাম ঝু বিয়ু।
৫৩ বছরের ব্যক্তি কাজ করেন চীনের হুবেই এলাকার একটি অফিসে। সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, বাড়ি থেকে অফিসে যেতে ঝুয়ের সময় লাগে এক ঘণ্টার বেশি। রাস্তাঘাটে জ্যাম থাকলে অফিসে যেতে সময় নষ্ট হয় আরও। সময় বাঁচাতে ১১ বছর ধরে তিনি সাঁতরে অফিসে যাচ্ছেন। এই অভ্যাসের জন্য স্থানীয়দের কাছে তারকা হয়ে উঠেছেন ঝু।
ডেইলি মেইল জানায়, সাঁতার কেটে আধা ঘণ্টার মধ্যেই অফিসে পৌঁছে যাচ্ছেন ঝু। এজন্য পাশের ইয়াংঝে নদীতে রোজ প্রায় দুই কিলোমিটার সাঁতার কাটতে হয় তাকে। কমলা রঙের দুটি ভাসমান বেলুন নিয়ে ওই পথ পাড়ি দেন তিনি।
ঝু জানান, সাঁতার কেটে অফিসে যাওয়ার জন্য তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া শরীর বেশ চাঙ্গাও লাগে তার। ঝুয়ের এই উদ্যোগ স্থানীয়দের মনেও ধরেছে। সম্প্রতি বেশ কয়েকজন সাঁতার কেটে ঝুয়ের অফিস যাওয়ার সঙ্গীও হয়েছেন।