বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল রকিবুল হাসানের। মোহামেডারের হয়ে ২০১৭ সালে আবাহনীর বিপক্ষে ১৯০ রান করেছিলেন তিনি। দুই মৌসুম পর এসে রকিবুলের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দেন তিনি।
তাতেই ক্ষান্ত যাননি বরং ক্যারিয়ার সেরা ইনিংসটাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে স্বাদ পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। বল মোকাবেলায় এ গৌরব অর্জন করেন তিনি।
এর আগে শুরুটা কিছুটা ধীরগতিতে হলেও সময় গড়ানোর সাথে সাথে আক্রমণাত্বক হতে থাকেন সৌম্য। ৫২ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর আরও ২৬ বল মোকাবেলায় ব্যক্তিগত সংগ্রহকে তিন অংকের ঘরে নিয়ে যান বাঁহাতি এ ব্যাটসম্যান।
লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ শতক স্পর্শ করার পর যেন আরও বেড়ে যায় তার আগ্রাসী মনোভাব। ৭৮ বলে শতক পূর্ণ করা এ ব্যাটসম্যান ক্যারিয়ারের দ্বিতীয় ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন ১০৪ বলে। ১০ চার ও ১৫ ছক্কায় কাঙ্ক্ষিত মাইলফলকের দেখা পান তিনি। যা যেকোনো বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যাক ছক্কা হাঁকানোর রেকর্ড।
এ রেকর্ডে নাম লেখানোর পর একে একে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও নিজের করে নেন তিনি।