নিজস্ব সংবাদাতা:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে কম্বাইনহারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কাটা উৎসব পালন করা হয়েছে।
রবিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জয়কলস গ্রামের পূর্বের হাওরে এই ধান কাটা উৎসব পালিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ সহকারি কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবিব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আতিকুর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য অফিসার রোমানা আফরোজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ সহ প্রমুখ।