বিশেষ প্রতিনিধি :
তাহিরপুরে আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের এলএসপি ও এসসিওগণের ত্রৈমাসিক সমন্বয় সভা সম্পন্ন। ৭ মে বুধবার সকাল ১০.৩০ ঘটিকার সময় তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর ডায়মন্ড অফিসে আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এলএসপি ও এসসিএগণের সহিত ত্রৈমাসিক কাজের অগ্রগতির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের এফ এফ সামিউল কবির এর সঞ্চালনায় এবং এসপিএ সদস্য সবজি বিষয়ক এলএসপি জামাল মিয়ার সভাপতিত্বে সভার কাজ শুরু করা হয়। সভায় প্রকল্পের বালিজুরী ইউনিয়নের ২১ এসসিএ ও ৫ এলএসপিগণ অংশগ্রহন করেন। বিগত তিন মাসে এসসিএগণ কি কি কাজ করেছেন এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগের মধ্যমে কোন কোন সেবা প্রকল্পের উপকারভোগীদের জন্য নিশ্চিত করতে পেরেছেন তা তারা আলোচনা করেন এবং সেগুলো অর্জন হিসেবে লিবিবদ্ধ করা হয় পাশাপাশি সামনের ৩ মাস কিভাবে কাজ করবো তারও একটা পরিকল্পনা করা হয়। এছাড়া মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার দিকগুলোও তুলে ধরা হয়,অনুরুপভাবে এলএসপিগণ ও মাঠপর্যায়ে তাদের কাজের ক্ষেত্রে নতুন নতুন কারিগরি সহায়তা কিভাবে উপকারভোগীদের মধ্যে পৌঁছে দিচ্ছেন তা নিয়ে আলোচনা করা হয়। বাজার সম্প্রসারণ এবং সামাজিক কাজের দুটি দিক কে কিভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়েও সভায় উন্মক্ত আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা সিরাজুল ইসলাম,মাঠ সহায়ক বিদেশ রঞ্জন চৌধুরী,এলএসপি পেয়ারা বেগম,বিপাশা আক্তার,নাসিমা বেগম,জয়গুন বিবি,এসসিএ স্বপ্না বেগম,মুজিবুর রহমান,নার্গিস আক্তার,সুরমা বেগম,ইয়াছমিনা বেগম,বিলকিছ বেগম,আসমা বেগম,সেলিনা বেগম,লিপি রানী তাং,গণেশ তাং,ইমান আলী,তৌফিকুল আলম ও নবীনুর মিয়া প্রমুখ।