বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহর সভাপতিত্বে আইন শৃংখলা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই রফিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আতাউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ব্যাটেনারী সার্জন ডাঃ মানসুরুল হক, উপজেলা সমবায় অফিসার মাসুদ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম ছিদ্দিকী, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর জাকির হোসেন।
আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা রোমানা আফরোজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পিয়ার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভ‚ইয়া, উপজেলা সমাজ সেবা অফিসার তাছলিমা আক্তার, একটি বাড়ী একটি খামার উপজেলা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য অফিসার লিয়াকত আলী, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সরকারী জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পুর্ব বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমীন, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ প্রমূখ।
অপর দিকে আইন শৃংখলা কমিটির মাসিক সভা শেষে- উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাসিক সমন্বয় সভার শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ- উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রাণী তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এবং উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায় প্রদান করে উপজেলা প্রশাসন।