এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে স্ত্রী কর্তৃক মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রহিমপাড়া গ্রামে। সম্প্রতি এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবরে ওই গ্রামের মুক্তিযোদ্ধা ছামির আলী (মুক্তিবার্তা নং- ০৫০২০৯০০৯৮,গেজেট নং-২৩৬০,ভারতীয় তালিকা নং-২৫১৫৪) তার স্ত্রী মায়ারুন বিবির বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়,অভিযুক্ত মায়ারুন বিবি তার প্রবাসী স্বামী মুক্তিযোদ্ধা ছামির আলীকে মৃত দেখিয়ে অবৈধ পন্থায় মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার টাকা উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন দীর্ঘকাল থেকে। অথচ স্ত্রী মায়ারুনের জাতীয় পরিচয়পত্রে স্বামী ছামির আলীকে জীবিত দেখানো হয়েছে। শুধু অবৈধভাবে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা উত্তোলন করতে স্বামীকে মৃত দেখানো হয়েছে। একাধারে দীর্ঘ ২৫ বছর পর সম্প্রতি দেশে ফিরে তিনি এসব জালিয়াতির কারণ জানতে চাইলে স্ত্রী মায়ারুন বিবি সঠিক জবাব দিতে পারেননি। এছাড়া প্রবাসে থাকাকালীন বারবার যোগাযোগ করলেও এ ব্যাপারে কোনো উত্তর দেয়নি তাকে। প্রবাস থেকে দেশে ফিরে দীর্ঘ চেষ্টা চালিয়ে সন্তোসজনক কোনো জবাব না পেয়ে ক্ষতিপূরণ আদায়সহ সম্মানী ভাতার বহি থেকে স্ত্রী মায়ারুন বিবির নাম কর্তন করে তার নিজ নামে ইস্যু করতে ৩১ জানুয়ারি সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের স্মরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ছামির আলী।