রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

শপথ নিলেন ফারুক, নুর হোসেন, দোলন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৩৭৩ বার

ছায়াদ হোসেন সবুজ:: শপথ নিয়েছেন ৫ম উপজেলা পরিষদ নির্বাচিনে ১ম দফায় অনুষ্ঠিত সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

মঙ্গলবার সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী।

এসময় শপথ বাক্য পাঠ করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার।
প্রসঙ্গত, গত ১০ মার্চ অনুষ্ঠিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ৫৫ টি কেন্দ্রের মধ্যে (আনরস)ভোট পেয়েছিলেন, -৩৫৪০৮ টি। তার একমাত্র প্রতিদ্বন্ধী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম ( নৌকা) প্রতীকে পেয়েছিলেন ২১৯৪১ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে (মাইক) প্রতীক নিয়ে বিপুল ভোট বিজয়ী হয়েছেছিলেন প্রভাষক নুর হোসেন। তিনি মোট ভোট পেয়েছিলেন ২২০২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোশাররফ হোসেন জাকির (চশমা) প্রতীকে পেয়েছিলেন ১৫১০৫ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে দোলন রাণী তালুকদার পদ্মফুল প্রতীকে ১৯৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রফিকা মহির ফুটবল প্রতীকে পেয়েছিলেন ১৬৫২৫ভোট।
চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।আজ শপথ নেয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করলাম।উপজেলাবাসী যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন তা পুরনে নিজেকে বিলিয়ে দিতে চাই।

ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার উপজেলাবাসীকে যারা আমাকে এতবড় দায়িত্বে অবতীর্ন করেছেন। আজ শপথের মধ্যদিয়েই জনগণের কাজে, এলাকার উন্নয়নের কাজে নিজেকে উৎসর্গ করার অঙ্গিকার ব্যক্ত করেছি। আমি উপজেলাবাসীর দোয়া প্রার্থী।

মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার বলেন, জনগণের উন্নয়নের কাজে যেন বাকি দিনগুলো অতিবাহিত করতে পারি সবাই আশীর্বাদ করেবেন। আপনাদের সেবায় কাজ করার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ