রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

বৈশাখ আসে || আব্দুল মতিন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৩৩৫ বার

এক জীবনে পুড়ে যাওয়া মানুষের ব্যস্ততায় বৈশাখ আসে। অব্যক্ত প্রেম নিয়ে,স্বপ্ন নিয়ে,মুকুলের বুক জুড়ে সম্ভাবনা নিয়ে। মঙ্গলের অদৃশ্য টান পড়ে প্রতি মনে।

বাহারি বনফুল সেজেছে খেতের আলে,রাস্তার ধারে।
শ্রমঝরা মাঠ ভরেছে সোনালী ফসলের ঘ্রাণে,গান করে মুক্ত ঘুঘু ,ফিঙে।
বৈশাখ আসে। কৃষকের অপেক্ষার উঠোনে উঠোনে,ঘামে ভেজা মাংসের ভাঁজে শিহরন নিয়ে,ষোড়শীর বেনীর পরশ নিতে বাসন্তী সাজে।

শহরে ইলিশের কস্টিউম ভাসে পুরনো পুঁজির তালে। মনপুড়া বাজারে লাগে দহন স্মৃতির ক্যাম্পাসে ! শুনতে কী পাও? কী বলে যায়? মনের হাল খাতা খোল বন্ধু!

ঈশান মেঘের ছলনায় অন্ধকার যদি নামে দুপুরে মেঠোপথে; ভয়ার্ত জীবনের কালো সন্ধ্যায় ! রুখে দাঁড়ায় মানুষ,বৃক্ষ। নতুন স্বপ্নে, নতুন পাতায়।

গ্লানি ভুলে নীড়ে ফিরে আগুন পাখি; জীবনের অপূর্ণ সাধ ফিরে পেতে চায়। তবু বৈশাখ আসে।

আব্দুল মতিন- প্রিন্সিপাল, শাহজালাল মহাবিদ্যালয়- জগন্নাথপুর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ