শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

নুসরাত হত্যা ও মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৫৪১ বার

ছোটবেলায় মাদ্রাসাপড়ুয়া বন্ধুদের কাছে হুজুরদের নির্যাতনের অনেক কাহিনী শুনেছি। অনেককে মাদ্রাসা থেকে ভয়ে পালিয়ে আসতে দেখেছি, বিশেষ করে হাফিজি মাদ্রাসাগুলো থেকে। কারো কারো মুখে মাদ্রাসার হুজুরদের লুচ্চামির কথাও শুনেছি। কিন্তু মারাত্বক ধর্মীয় আবহাওয়ায় বড় হওয়ার ধরুন কখনো হুজুরদের সম্পর্কে বাজে ধারণা জন্মে নি।সবসময় শ্রদ্ধার চোখে দেখেছি। কারণ তাদের মুখের ভাষা চরম মুগ্ধতায় আচ্ছন্ন করতো, হা করে হুজুরদের ওয়াজ শুনতাম।
শুক্রবারে হুজুরের ওয়াজ শুরু হওয়ার আগেই রেডি হয়ে মসজিদে চলে যেতাম।
হুজুর বলতেন,”জোরে কন ঠিক কি না?” আমরা বলতাম ঠিক, ঠিক।।
সময়ের পরিক্রমায় দিন পাল্টেছে, জীবন বদলে গেছে, চিন্তার ধরণও পাল্টে গেছে অনেকখানি ।
এখন আর কারো মুখের কথায় আচ্ছন্ন হই না।। কথামালার যথাযথ বিচার-বিশ্লেষণ করা শিখে গেছি।
গত কিছুদিন ধরে মাদ্রাসায় ছাত্রদের নির্যাতন, বলৎকার কিংবা ছাত্রীদের শ্লীলতাহানির বেশ কিছু ঘটনা সামনে এসেছে।
অতীতেও এরকম অনেক ঘটনার কথা আমরা জানতে পেরেছি।
গত কালকে নুসরাতের মৃত্যুর মধ্য দিয়ে বিষয়টা একদম ভাইরাল।
হুজুরের অসৎ উদ্দেশ্যে বাধা দিয়ে সাহসী পদক্ষেপ নিয়ে মামলা করায় মেয়েটির গায়ে আগুন ধরিয়ে দিলো তারই সহপাঠীরা।
কী বিভৎস! কী ভয়ানক কাণ্ড!
-কিন্তু কেন দিয়েছে জানেন?
কারণ তারা দাসী হয়েই বাঁচতে চায়। তারা নুসরাতের মতো সাহসী হতে চায় না।
এদেশে নুসরাতের মতো হাজারো মেয়ে স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায় নির্যাতনের শিকার হয়ে মুখ বুঝে সহ্য করে।
কারণ তারা জানে ঘটনা প্রকাশ পেলে দায়টাও যে তাদেরই নিতে হবে। কখনো হিজাব, কখনো পর্দা, কখনো জিন্স প্যান্ট কিংবা কখনো প্রভাবশালীদের ভয়ে। সমাজে নষ্ট মেয়ের তকমা নিয়ে তাকেই ঘুরে বেড়াতে হবে।
সেদিন নুসরাতের গায়ে যদি আগুন দেওয়া না হতো তাহলে আজকে টাইমলাইনে ঝড় তুলা মানুষদেরও নুসরাতের শ্লীলতাহানির ঘটনা বিশ্বাস করাতে কাঠখড় পোড়াতে হতো।
এজন্য শুধু নুসরাতের হত্যাকারীদের বিচার না চেয়ে নিজেদের মনস্তাত্ত্বিক পরিবর্তনও আনুন।
.
আজকে আবার দেখি, চট্টগ্রামের এক মাদ্রাসায় আরেক ছাত্রের লাশ।
নির্যাতন সহ্য করতে না পেরে ১১ বছরের বাচ্চা ছেলেটা হয়তো মৃত্যুকেই মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছে।
কারণ বাড়িতে গেলে মা-বাবা আবার জোর করে তাকে ওখানেই পাঠাতো।
কারণ মূর্খের দল হয়তো বিশ্বাস করে ছেলেকে কাঠমোল্লা বানাতে পারলেই তাদের জান্নাতে যাওয়া প্রায় নিশ্চিত।
আরো অনেক ঘটনা ঘটছে আমাদের অগোচরে,, যেগুলো আমাদের কানে আসার আগেই ধামাচাপা দেওয়া হচ্ছে।
আমরা কথায় কথায় বলি, সৃষ্টির সেরা জীব মানুষ। কিন্তু মানুষ একদিনে সৃষ্টির সেরা হয়ে উঠে নি।। এর পেছনে কলকাঠি নেড়েছেন অনেক মহাপুরুষ।
যারা যুগে যুগে মানুষকে তার আদিম পশু সত্তা থেকে বেরিয়ে আসার পথ বাতলে দিয়েছেন।
সে তালিকায় আমাদের নবী মোহাম্মদ (স:) যেমন আছেন, ঠিক তেমনি যিশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ, শ্রীচৈতন্য, গুরু নানক, কনফুসিয়াস, সক্রেটিস, এ্যরিষ্টটলরাও আছেন। তাঁরা সবাই যুগে যুগে শান্তির গান গেয়ে বেড়িয়েছেন পৃথিবীর আনাচকানাচে।
তাদের সাধনায় তিলে তিলে গড়ে উঠা মানবিক পৃথিবী আজ আবার পেছনে হাঁটা শুরু করেছে।এখন সভ্য সমাজ বিরাজমান।অথচ সভ্যদের কথায় আর কাজে বিরাট তফাৎ।
তাদের সেই আদিম পশু সত্তা যে আবার জাগ্রত হচ্ছে তার বড় প্রমাণ নুসরাত হত্যাকাণ্ড।
ভাবতে অবাক লাগে যারা ছাত্রদের যৌনশিক্ষার বিষয়টা নিয়ে টু শব্দ করতে বাধা দেয় তারাই আবার ছাত্র বলৎকারে আরাম পায়।।
ইচ্ছামত ছাত্রদের না পেটালে মৌলবি-দের হুজুরত্ব জাহির হয় না।
দেশের সব মাদ্রাসাগুলো কড়া সরকারি নজরদারির আওতায় আনা হোক।
নুসরাতের হত্যাকারীসহ সকল অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
.
লেখক:আব্দুল্লাহ আল সাহেদ চৌ.
সাবেক সাধারণ সম্পাদক: মুরারিচাঁদ কবিতা পরিষদ,সিলেট।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ