রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

শিক্ষক রমেন্দ্র চন্দ্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৪৯৯ বার

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদারের  উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদের দক্ষিণ সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শান্তিগঞ্জ বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে  এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উক্ত মানববন্ধনে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জয় কুমার তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী, রুমা চক্রবর্তী, শেলী রায়, বাদল চন্দ্র দাশ, সিনিয়র শিক্ষক রনধীর মজুমদার, সহকারি শিক্ষক অনন্ত কুমার তালুকদার ,ফয়সল খান, বেনু মজুমদার, রানা আচার্য্য্, নাড়ু গোপাল তালুকদার, রাবেয়া রুবি, ,আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রনজিত কুমার দাশ,মানিক লাল চক্রবর্তী, বিপুল চক্রবর্তী, সুব্রত বনিক,নিখিল চন্দ্র মজুমদার,সমর চক্রবর্তী,রাজিব রায়, অজিত চক্রবর্তী, ফুল মিয়া,নুরুল ইসলাম, সঞ্জয় চক্রবর্তী,সহকারি শিক্ষক জাকির হোসেন,জহিরুল ইসলাম,জাহাঙ্গীর হোসেন,সাহাদাত হোসেন,রিন্টু দাশ,সজিব চন্দ্র দাশ,নুর আলম সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্ধ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকদের উপর হামলা মানে হলো পুরো জাতির উপর হামলা। আমরা জাতি গড়ার কারিগর কিন্তু আজকে আমাদের উপর হামলা হচ্ছে। কে বা কারা  রমেন্দ্র চন্দ্র তালুকদারের উপর হামলা চালিয়েছে তা এখনো পুলিশ খোঁজে বের করতে পারেনি। আমাদের এই সহকর্মী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। উনার উপর কেন হামলা করা হল, কি স্বার্থের জন্য আজকে শিক্ষকরা হুমকির মুখে। তাই দ্রুত হামলাকারীদের খুজে বেড় করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জোড় দাবি জান্নাচ্ছি। অন্যতায় আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।

মানববন্ধন শেষে  শিক্ষকবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার মো: শফি উল্লাহ বরাবর স্মারক লিপি প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ