এম এ মোতালিব ভুঁইয়া :
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্ধেশ’দোয়ারাবাজার উপজেলায় ১০ টাকা ধরের খাদ্যবান্দব চাউল বিক্রি শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে প্রতিটি ইউনিয়নে ২জন করে খাদ্য বান্দব ডিলার নিয়োগ দেয়া হয়,৯টি ইউনিয়নের মোট ১৮ জন ডিলারের মাধ্যমে ৭৭৭৮ জন উপকার ভোগী হতদরিদ্র পরিবার সরকারী ন্যায্য মুল্যে ১০ টাকা ধরে প্রতি মাসে ৩০ কেজি চাউল কিনতে পারবে। এউপলক্ষে সোমবার থেকে ন্যায্য মুল্যের চাউল বিক্রি কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে। চাউল বিক্রি উদ্বোধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলক বৈজ্ঞব,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মানিক লাল দে,মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মো.আমরু মিয়া,তমাল সরকার,বিপ্লব দাস,আপ্তর আলী,আমির আলী,রমজান আলী, মইনুল ইসলাম,রতন লাল দাস,মো.বাবুল মিয়া,তাজিল উদ্দিন প্রমুখ