সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

এবার তোপখানার ট্রপিক্যাল টাওয়ারে আগুন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৪১৮ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
রাজধানীর চুড়িহাট্টা, বনানী, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেটের পর এবার তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
রাত সাড়ে ৮টায় আগুন লাগে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে ওয়ারীর সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালেও আগুন লাগার ঘটনা ঘটে। আজ রাত ৮টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ