রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

“একদিন আমার মেয়েরাও অনেক বড় হবে”

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৩৮ বার

স্টাফ রিপোর্টার:: আমরা মানবতাকে আজ পোষন করি না।আমাদের কথার মধ্যেই সীমাবদ্ধ সেই মানবতা। আমাদের লাভবান হওয়ার মধ্যেই রক্ষিত সেই মানবতা। দামি দামি কথার মধ্যেই সীমাবদ্ধ সেই মানবতা। আসলেই প্রকৃত মানবতার মুক্তিটা আজও হয়নি। আমরা সুরে সুর মিলিয়ে বলি “মানুষ মানুষের জন্য” কিন্তু তার প্রতিফলন কতটুকু ঘটছে তা দেখাটা জরুরী। যদি মানবতা আমাদের নাড়া দিত তাহলে আমাদের মধ্যেই কিছু মানুষ না খেয়ে মরার উপক্রম হত না। বাসস্থানের অভাবে রাস্থায় রাত্রি যাপন করতে হতনা। আসলেই কি আমরা তাদের কষ্ট অনুভব করছি? যাই হোক এসব কথাগুলো যে কারণে বলছিলাম। আজ ২ এপ্রিল মঙ্গলবার। আমি রাত ৮ টায় হাটছিলাম শান্তিগঞ্জ বাজার মোড় দিয়ে। হাটতে গিয়ে হঠাৎ চোখে পড়ে এক অসহায় বাবা ছোট ছোট দুই বাচ্চাকে নিয়ে রাস্থার পাশেই এই বৈরী আবহাওয়ার রাতে সামান্য চাদর মুড়িয়ে ঘুমিয়ে আছেন। আমি এগিয়ে গেলাম তার পাশে ;জিজ্ঞেস করলাম উনার বাড়ি কই?আর এভাবে কেন এখানে পরে আছেন। তখন প্রতিউত্তরে তিনি বললেন ভাই আমার বাড়ি জামালগঞ্জ, আমি খুব অসহায়! আমার কেউ নাই! আমার ঘরবাড়ী নাই! আমার স্ত্রী মারা যাওয়ার পর এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি । একবোন ছিল সে থেকেও নাই আমাদের সহ্য করতে পারে না। এখন আমার এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। ওদেরকে কখনোই কষ্ট বুঝার সুযোগ দেই নি। “একদিন আমার মেয়েরাও অনেক বড় হবে”। লেখাপড়া করে মানুষের মত মানুষ হবে। এ আশা বুুুুকে নিয়েই বেঁচে আছি।

 কথা গুলো মনযোগ দিয়ে শুনছিলাম, শুনে শিহরে উঠি। তখন মনে হল সমাজের বিত্তবানদের চোখে কি এসব  পৌছায় না ? আমাদের অন্তর চক্ষু কি খোলে না! তাই আসুন এই অসহায় মানুষটির স্বপ্ন পূরনে অবদান রাখি। আমাদের সামান্য মহানুভবতাই তার জীবন বদলে দিতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ