ছায়াদ হোসেন সবুজ:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় আকাশে মেঘ কিংবা সামান্য বৃষ্টি বাতাসেই বিদ্যুৎ উধাও হয়ে যায়। দীর্ঘ তিন চার ঘন্টা পর আবার তার দেখা মেলে। রাত্রে একবার বিদ্যুৎ গেলে আসে পরের দিন। মৌসুমের প্রথম ঝড়েই এমন অবস্থা। পরবর্তীতে যে কি হবে এমন প্রশ্ন বিরাজ করছে উপজেলাবাসীর মনে। বিদ্যুৎ এই যায় এই আসে এমন পরিস্থিতিতে মারাত্মক সমস্যায় আছেন উপজেলাবাসী। সবেমাত্র শুরু হয়েছে এইচএসসি সমমানের পরিক্ষা, বিদ্যুৎ না থাকায় লেখাপড়ার বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের। মেঘ বৃষ্টি-ঝড়ে চার পাঁচ ঘন্টা পর্জন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নত হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রাম গুলোতে বিদ্যুৎ সংকট মারাত্মক রুপ ধারণ করেছে।