বিনোদন ডেস্ক::
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নাটকে আবারও অভিনয় করেছেন জাকিয়া বারী মম। সম্প্রতি নির্মিত হয়েছে বিশ্বকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছোটগল্প অবলম্বনে নাটক ‘নিশীথে’। এ নাটকটি মানবিক সম্পর্কের গল্প।
স্বামী-স্ত্রীর বিশ্বাস ও সংসার-ধর্ম এসব নিয়েই নাটকের গল্প। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এ নাটকে জমিদার স্ত্রীর চরিত্রে মম।
এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের গল্প মানেই ভিন্ন কিছু। আলাদা একটা পরিবেশ থাকে। ভাবগাম্ভীর্য থাকে। এ নাটকেও তাই। জমিদারের স্ত্রীর চরিত্রটি বেশ উপভোগ করেছি। নাটকের জমিদার থাকেন রওনক। এ নাটকটি বর্তমান প্রেক্ষাপটে খুব উপযোগী বটে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
নাটকটি আরটিভিতে প্রচার করা হবে বলে নির্মাতা জানান। এ নাটক ছাড়াও কিছুদিন আগে মম একটি ভৌতিক নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ভূত বলে কিছু নেই’।
নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রাজ। নেপাল থেকেও সম্প্রতি কয়েকটি নাটকের শুটিং শেষ করে এসেছেন মম। সিনেমায়ও বেশ সরব এ অভিনেত্রী। চলতি বছর শুরুর দিকে তার অভিনীত ‘স্বপ্নবাড়ি’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। এর আগে ‘দহন’ নামে একটি ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন এ অভিনেত্রী।