রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন

গুলশান কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ায় আচ্ছন্ন চারিদিক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ৩৯৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে।
পাশের শপিং সেন্টারের ৩য় তলায়ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটিনিয়ন্ত্রণে আনা হয়েছে। তবেধোঁয়ার কাছেও যাওয়া যাচ্ছে না।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গেনৌবাহিনীর ২টি ইউনিট যুক্ত হয়ে কাজ করছে।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত বছরের ২ জানুয়ারি একই জায়গায় আগুন লেগেছিল।ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে যুগান্তরকে বলেন, আপনারা জানেন এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই আগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ২০টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ