দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ২৫ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগলে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পাশের এক ভবনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টার পর বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযানকালে তাদের পানির পাইপ ফেটে গেলে এক শিশু সেই পাইপ চেপে ধরে বসে থাকে। কোনো একজন এই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এরপর থেকে এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরফাঁক খাচ্ছে।
সকলেই সেই শিশুর দায়িত্বজ্ঞানকে সম্মান জানিয়ে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। এ ছবিটি ২৮ মাস রাতে ডাকসুর জিএস গোলাম রাব্বানীর গ্রুপে শেয়ার করলে অনেকে শিশুকে স্যালুট জানান।