নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি নীতিমালা অমান্য করে বাঁধের পাশ থেকে মাটি উত্তোলনের অভিযোগে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিকে আটক করা হয়েছে। নলুয়ার হাওরের ৪৬নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সুরুজ্জামান কে বাঁধের পাশ থেকে মাটি উত্তোলনের অভিযোগে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। এ অভিযোগে আরো অনেক পিআইসির সভাপতিকে আটক করা হতে পারে। শনিবার ইউএনও মাসুম বিল্লাহ জানান,বাঁধের পাশ থেকে মাটি উত্তোলনকারী প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। সরেজমিন বাঁধ পরির্দশন করে বাঁধের পাশ থেকে মাটি উত্তোলন করার দায়ে শুক্রবার বিকেলে ৪৬নং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সুরুজ্জামান কে আটক করা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দীন জানান,নীতিমালা অনুযায়ী বাঁধের ৫০ মিটার দুর থেকে মাটি তুলে বাঁধ নির্মাণ ও সংস্কার করার কথা রয়েছে। অনেকেই বাঁধের পাশ থেকে মাটি তুলেছেন। তিনি বলেন, যারা বাঁধের পাশ থেকে মাটি তুলেছেন তাদের তালিকা তৈরী করা হচ্ছে। এখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের যুগ্ম আহ্বায়ক দিলওয়ার হোসেন বলেন,অতিরিক্ত লাভ করতে অনেক পিআইসি ফসল রক্ষা বাঁধের পাশ থেকে মাটি উত্তোলন করেছেন। এতে করে ঝুঁকিতে রয়েছে ফসলরক্ষা বাঁধ। তিনি বলেন,বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়া শুরু করেছেন। তাই আমরা তাকে সাধুবাদ জানাই। সরকারি নীতিমালা লঙ্ঘন করে বেরীবাঁধ নির্মান কাজে যারা অনিয়ম করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।