স্টাফ রিপোর্টার:: দক্ষিণ সুনামগঞ্জে এলজিসির কর্মসূচীর আওতায় জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহ¯পতিবার সকাল ১১টায় উপজেলার উজানীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, জেলা সমন্বয়কারী এলজিসি প্রজেক্টের মিঠু রঞ্জন দাশের পরিচালনায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল¬াহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সরকার সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিল¬ুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মনজুর মোর্শেদ, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক মোঃ আব্দুল আলীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নুরে আলম ছিদ্দিকী, উপজেলা স্যানেটারী অফিসার মোঃ শহীদ উল¬াহ, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, সরকারী জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উজানীগাও সরকারী প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিফরডি প্রজেক্টের সমন্বয়কারী বেলাল হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ প্রমূখ । অপর দিকে দুপুর ১২টায় সরকারী জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক/ শিক্ষিকা ও ছাত্র/ ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১টায় জয়কলস ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও বিকাল ২টায় শিবপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
কর্মকর্তারা পরিদর্শনকালে স্বাস্থ্যসম্মত জীবনমান নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন