শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

মর্নিং বার্ড কিন্ডারগার্টেনের নজরকাড়া সাফল্য

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৪৪৭ বার

এন.এ নাহিদ:: দক্ষিণ সুনামগঞ্জের ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান মর্নিং বার্ড কিন্ডারগার্টেন থেকে ট্যালেন্টপুলসহ তিন শিক্ষার্থীর বৃত্তি লাভ করেছে।এতে দুই কৃতি শিক্ষার্থী ট্যালেন্টপুল ও এক শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে। বৃত্তি লাভ করা কৃতি এ তিন শিক্ষার্থী উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামের মোঃ মফিজ মিয়ার মেয়ে আরফা আক্তার ইভা(ট্যালেন্টপুল বৃত্তি), পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামের কবির মিয়ার ছেলে কামরান হোসেন(ট্যালেন্টপুল বৃত্তি) ও পশ্চিম পাগলা ইউনিয়নের একই গ্রামের আওলাদ হোসেনের ছেলে হোসেন সায়মন সামি (সাধারণ বৃত্তি)।

গত ২৪ মার্চ রোববার প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফল প্রকাশিত হলে তারা তিনজন একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তি লাভ করে। বর্তমানে তারা তিনজন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাগলা সরকারি মডেল হাই স্কুল এ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করছে। এ তিনজনের কৃতিত্বপূর্ণ অর্জনে তিন পরিবার ও প্রতিষ্টানের পরিচালক মোঃ লালন মির্জা’র পক্ষ থেকে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ও সবার কাছে দোয়া প্রার্থী ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ