শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে –প্রতিমন্ত্রী এম এ মান্নান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫৩০ বার

স্টাফ রিপোর্টার,মো. আবু সঈদ:
শেখ হাসিনার উদ্দ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ। এই উদ্দ্যোকে বাস্তবায়নের লক্ষ্যে
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুল বাঁক ইউনিয়নের জীবদ্বারা,নুরপুর ও কেশবপুর গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এম পি বলেন-দিরাই রাস্তার মূখ মদনপুরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হচ্ছে,কারিগরি শিক্ষার জন্য টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে,সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্হাপনের জন্য একনেকে অনুমোদন পেয়েছে। দক্ষিণ সুনামগঞ্জে ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স হচ্ছে। একটি মহল উল্টাপাল্টা চিন্তা করছে। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, মানুষের স্বাধীন জীবনযাপন। আমরা কারো প্রতি অবিচার করি নাই। তিনি এলাকবাসীদের উদ্দেশ্যে বলেন- বি এন পি ২বার ক্ষতায় থাকাকালীন সময়ে এই বিদ্যালয়ে কয়টি ইট লাগিয়েছে, কয়টি রাস্তা নির্মাণ করেছে। বিদ্যুৎ তো অনেক দূরেই ছিল,সড়কই করতে পারেননি। আমরা এর পরিবর্তন ঘটিয়েছি। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছি। গত বছর অকালে আমাদের বোর ফসল পানিতে তলিয়ে গেলে দূর্দশাগ্রস্হ কৃষকদের পাশে সুনামগঞ্জে এসে দাড়ান মানবতার নেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। তাদের আগমণে সরকার আমাদেরকে চাল ডাল,বীজ,সার,কৃষি উপকরণ ও নগদ অর্থ দিয়ে সাহায্য করছেন। শেখ হাসিনা আমাদেরকে ভুলেননি তাই আমাদের উচিত তাকে ধন্যবাদ জানানো। এই সরকার সারাদেশে একযোগে বিনামূল্যে ছাত্র/ছাত্রীদের হাতে বই তুলে দিয়েছে। শেখ হাসিনা বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা চালু করেছেন। আগামী নির্বাচন বিষয়ে বলেন-আমি মনোনয়ন পেলে আপনাদের কাছে আসব,আপনাদের সহযোগিতা চাইব। শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলার জীবদ্বারা সাতগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিমুল বাক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান জিতু এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন পল্লী বিদ্যৎ সুনামগঞ্জ এর জেনারেল ম্যানেজার অকিল কুমার সাহা,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ,উপজেলা,আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী,সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান,পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক ফরিদুর রহমান,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ফয়জুর রহমান,উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বোরহান উদ্দিন দোলন,জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন,আওয়ামীলীগ নেতা আলকাছ উদ্দিন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী,ইউ পি যুবলীগের আহবায়ক জুয়েল মিয়া, আওয়ামীলীগ নেতা তাজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিমুলবাঁক ইউপি’র সাবেক চেয়ারম্যান ফরিদ আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী,উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ,সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম,প্রতিমন্তী এম এ মান্নানের ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক সাকির আহমদ, শিমুলবাঁক ইউ পি সদস্য ফরিদা বেগম,নুরুল আমিন,কাছম আলী,যুবলীগ নেতা হায়াতুল ইসলাম,সাহাব উদ্দিন, মুরুব্বী আব্দুস সোবহান মাস্টার,আব্দুল মান্নান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ