মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে মসজিদে মুসল্লিদের পাহারা দিচ্ছেন অমুসলিমরা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৪১৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে নামাজের সময় অমুসলিমদের পাহারা দেয়ার খবর পাওয়া গেছে।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হাতে ৫০ জন নিরিহ মুসল্লি নিহত হওয়ার পর উদ্বিগ্নক্যালিফোর্নিয়ার অন্যান্য ধর্মাবলম্বীরা।
উত্তর ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে একটি মসজিদে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম।
নৃশংস ওই হামলার জেরেই তারা নামাজের সময় স্থানীয় মুসল্লিদের পাহারা দিয়েছেন বলে টুইটারে এমনটাই জানিয়েছে স্থানীয়রা।
দেশটির স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অন্যান্য ধর্মাবলম্বীদের এমন উদ্যোগে প্রশংসায় ভেসে ওঠে ফেসবুক, টুইটার।
দিতিয়া ডেন্স নামে এক টুইটার ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে মসজিদকে ঘিরে লাইনে দাঁড়িয়ে কিছু মানুষ।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, নিউজিল্যান্ডে দুটি মসজিদে ৫০ জন মুসলমানকে হত্যার পর মুসলমানদের নিরাপত্তার কথা ভেবে এমন পাহারার ব্যবস্থা করা হয়েছে।
কিরি বেলডন নামের এক স্থানীয় বাসিন্দা লেখেন, গত শনিবার নামাজ চলাকালীন ক্যালিফোর্ণিয়ার একটি মসজিদের সামনে একটি মানববন্ধন দেখেছি। মানববন্ধনটির কেউ মুসলমান ছিলেন না। কারণ মুসলমানরা তো মসজিদে প্রার্থনারত। এসব নন-মুসলিমরা এভাবে দাঁড়িয়ে ছিলেন যাতে মুসলমানরা নিরাপদে তাদের প্রার্থনা সারতে পারেন।
ওই ছবিটি পোস্ট করে অন্য একজন লিখেছেন, ‘চলুন শান্তি আর ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দেই।’
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর আরও জানায়, দীর্ঘদিন ধরে মুসলমান, খ্রিস্টান ও ইহুদিরা সম্প্রীতির সঙ্গে ওই এলাকায় বসবাস করছেন। তাদের এমন ভাতৃত্ববন্ধনকে ফেইথ ট্রাইও বা বিশ্বাসের ত্রয়ী নাম দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ